লিমন, শুভ আর উৎস — আমার বন্ধু, আর ওদের রিয়েলিটি 💀💙
সব বন্ধু এক রকম হয় না। কেউ হ্যাকার, কেউ ভন্ড, কেউ আবার ভন্ড থেকে মানুষ হইতেছে। এই তিনজন হলো আমার জীবনের সবচেয়ে রিয়েল, সবচেয়ে বিপজ্জনক, আর সবচেয়ে এন্টারটেইনিং ক্যারেক্টার। --- 🧑💻 লিমন — Bugcrowd-এর হ্যাকার লিমন মানেই ভলনারেবিলিটি খোঁজা। ও যে কীভাবে ওয়েবসাইটের ফুটো বের করে, আমি জানি না— কিন্তু একটা জিনিস জানি, লিমন যেখানে হাত দেয়, সিস্টেম সেখানেই কাপে। 😶🌫️ বাইরে সে চুপচাপ, ভেতরে সে সাইবার ওয়ার। আমাদের গ্যাংয়ের টেক মাথা = লিমন ✅ --- 🎭 শুভ — ভন্ডামির গুরু শুভ মানে এক কথায়— ভন্ডামির পিএইচডি! 🤡 যেখানে নাটক দরকার নাই, সেখানেও শুভ নাটক বানাতে পারে। কথার মধু, কাজে শুধু সন্দেহ 😤 কিন্তু সমস্যা কী জানিস? এই ভন্ডটাই আবার গ্রুপে সবচেয়ে বেশি কথা বলে, সবচেয়ে বেশি হাসায়, আর ঝামেলার সময়ই সবার আগে পালায় 🏃♂️💨 --- 🔥 উৎস — আগে ভন্ড, এখন লেগিট হইতেছে উৎস আগে ছিল পুরো শুভ-টাইপ ভন্ড। একই লেভেল নাটক, একই লেভেল কথা। কিন্তু এখন? গেম চেঞ্জড। 😶 কারণ কী? 👉 ওর GF. ভালবাসা মানুষকে বদলায়—এই লাইভ প্রমাণ হলো উৎস। এখন সে আগের মতো ভন্ড না, ধীরে ধীরে ভাল মানুষ হওয়ার আপডেট আসতেছে। ✅ --- আমরা তিনজন চারজন ম...