লিমন, শুভ আর উৎস — আমার বন্ধু, আর ওদের রিয়েলিটি 💀💙
সব বন্ধু এক রকম হয় না।
কেউ হ্যাকার, কেউ ভন্ড, কেউ আবার ভন্ড থেকে মানুষ হইতেছে।
এই তিনজন হলো আমার জীবনের সবচেয়ে রিয়েল, সবচেয়ে বিপজ্জনক, আর সবচেয়ে এন্টারটেইনিং ক্যারেক্টার।
---
🧑💻 লিমন — Bugcrowd-এর হ্যাকার
লিমন মানেই ভলনারেবিলিটি খোঁজা।
ও যে কীভাবে ওয়েবসাইটের ফুটো বের করে, আমি জানি না—
কিন্তু একটা জিনিস জানি,
লিমন যেখানে হাত দেয়, সিস্টেম সেখানেই কাপে। 😶🌫️
বাইরে সে চুপচাপ,
ভেতরে সে সাইবার ওয়ার।
আমাদের গ্যাংয়ের টেক মাথা = লিমন ✅
---
🎭 শুভ — ভন্ডামির গুরু
শুভ মানে এক কথায়—
ভন্ডামির পিএইচডি! 🤡
যেখানে নাটক দরকার নাই, সেখানেও শুভ নাটক বানাতে পারে।
কথার মধু, কাজে শুধু সন্দেহ 😤
কিন্তু সমস্যা কী জানিস?
এই ভন্ডটাই আবার গ্রুপে সবচেয়ে বেশি কথা বলে,
সবচেয়ে বেশি হাসায়,
আর ঝামেলার সময়ই সবার আগে পালায় 🏃♂️💨
---
🔥 উৎস — আগে ভন্ড, এখন লেগিট হইতেছে
উৎস আগে ছিল পুরো শুভ-টাইপ ভন্ড।
একই লেভেল নাটক, একই লেভেল কথা।
কিন্তু এখন?
গেম চেঞ্জড। 😶
কারণ কী?
👉 ওর GF.
ভালবাসা মানুষকে বদলায়—এই লাইভ প্রমাণ হলো উৎস।
এখন সে আগের মতো ভন্ড না,
ধীরে ধীরে ভাল মানুষ হওয়ার আপডেট আসতেছে। ✅
---
আমরা তিনজন চারজন মিলেই এমন এক গ্যাং—
একজন হ্যাক করে
একজন নাটক করে
একজন নাটক ছেড়ে মানুষ হইতেছে
আর আমি?
আমি শুধু বসে এই সিরিজটা উপভোগ করি 🍿😂
ঝগড়া হয়,
ডিস হয়,
গালি হয়,
তারপর আবার চা খেতে খেতে সব ঠিক।
এটাই বন্ধুত্ব।
সব বন্ধু পারফেক্ট হয় না,
কিন্তু কিছু বন্ধু পারফেক্টলি রিয়েল হয়।
আর লিমন, শুভ, উৎস—
তারা সেই লেভেলেরই রিয়েল। 💙🥀
Shahriyar Razin Shams
Comments
Post a Comment