🕊️ Sharif Osman Bin Hadi — লাখো হৃদয়ের শ্রদ্ধায় বিদায়
🖤 শরিফ Osman Hadi — হৃদয়ের সবচেয়ে খালি হয়ে যাওয়া এক নাম আজ ১৮ ডিসেম্বর, ২০২৫… একটি রাত যখন পৃথিবীর আলো নিভে যাচ্ছে, আরেকটি মানুষ আমাদের আলোয় থেকে না ফেরার পথে পাড়ি জমালেন। Sharif Osman Bin Hadi — যাকে আমরা সহজে Osman Hadi বলতাম — সে আর নেই… এবং এটা লেখার সময় হৃদয়টা সত্যিই ভাঙছে। Osman Hadi… একজন তরুণ রাজনৈতিক কর্মী, একজন সাহসী কণ্ঠ, একজন যিনি নিজের মতামত বলতেও কখনো পিছপা ছিলেন না। তিনি শুধু নাম ছিল না — তিনি আশা, আত্মবিশ্বাস আর লড়াইয়ের প্রতীক ছিলেন। ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট-রোডে প্রচারণা চলাকালীন দুর্বৃত্তদের গুলিতে গুরুতরভাবে আহত হন Osman Hadi। অসুস্থতার সেই দিনগুলোতে আমরা সবাই দোয়া করেছিলাম, দেখলাম কীভাবে দিনগুলো কঠিনভাবে কাটছিল— সবার মন একটাই, “বাঁচবে… বুঝবে…” কিন্তু… আজ সেই আশা চিরতরে থামল। হাসি-আনন্দে ভরা জীবনের মাঝেই সে চলে গেল আজ Singapore General Hospital-এ, চিকিৎসাধীন অবস্থায়… শেষ নিঃশ্বাসটি কিছুটা নিরাশা, কিছুটা আবেগ, আর কিছুটা অমীমাংসিত কথার মতো… ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আল্লাহ থেকে এসেছি ও আল্...